Surprise Me!

ধৈর্যের অনন্য দৃষ্টান্ত | Deen Daily

2022-10-29 4 Dailymotion

চিকিৎসকগণ পা কেটে ফেলার সিদ্ধান্ত নিলে তিনি বললেন, তোমরা যদি আমার পা কেটে ফেলতেই চাও তাহলে থামো। আমি সালাতে দাঁড়াই। তাহলে আমি কাটার যন্ত্রণা টের পাবো না। অতঃপর তিনি সালাতে দাঁড়ালেন। শল্যবিদগণ সতর্কতার সাথে নলার জীবন্ত হাড়সহ পা কেটে ফেললেন। সবাইকে বিস্মিত করে দিয়ে তিনি নড়া-চড়া তো দূরে থাক উহ্-আহ্ পর্যন্ত করলেন না। সালাত শেষে খলীফা ওয়ালিদ তাঁর প্রতি সমবেদনা জানিয়ে বললেন, শায়খের মত ধৈর্যশীল আর কাউকে দেখিনি।<br /><br />#DeenDaily<br /><br />সাবস্ক্রাইব করুন Deen Daily ইউটিউব চ্যানেলেঃ <br />https://www.youtube.com/c/DeenDaily?s...

Buy Now on CodeCanyon